কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি পুনরায় চালু করুন: পুতিনকে রামফোসা 

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত রাশিয়া-আফ্রিকার শীর্ষ সম্মেলনে শুক্রবার এ আহ্বান জানান। 

আফ্রিকার ৬টি দেশকে বিনামূল্যে ২৫ থেকে ৫০ হাজার টন শস্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। এ বিষয়টিকে স্বাগত জানিয়ে সিরিল রামফোসা বলেন, ‘খাদ্য সরবরাহ ঠিক রাখতে কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি চালু করাও দরকার।’

তিনি আরও বলেন, ‘শস্য চুক্তিটি বাস্তবায়নে আমরা প্রস্তাব দিয়েছিলাম। এটি আবারও চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলাম। আমরা চাই সবার জন্য কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি উন্মুক্ত হোক। আমরা এখানে আফ্রিকা মহাদেশের জন্য কোনও উপহার চাইতে আসিনি।’

প্রেসিডেন্ট সিরিল রামফোসা বলেন, মানবিক ও উদারতার কারণে আপনি (পুতিন) আফ্রিকার কয়েকটি দেশকে শস্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যেসব দেশ ইতোমধ্যে সমস্যার সম্মুখীন। আমরা এই বিষয়টিকে সম্মান জানাই। কিন্তু আমাদের আসল উদ্দেশ্য তা নয়, মূলত চুক্তিটি পুনরায় চালু হোক।

আগের দিন আফ্রিকা ইউনিয়নের চেয়ারম্যান ফাকি মাহামত বলেছেন, জ্বালানি ও শস্য সরবরাহের সংকট অবিলম্বে ইতি টানতে হবে। এই চুক্তি পুরো দুনিয়ার মানুষের জন্য প্রয়োজন। বিশেষ করে আফ্রিকানদের সুবিধার কথা ভেবে হলেও চালু করা হোক।

বিভিন্ন অভিযোগ তুলে এই মাসে মস্কো শস্যচুক্তি থেকে বেরিয়ে আসে। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় গত বছরে রাশিয়া ও ইউক্রেন এই চুক্তি স্বাক্ষর করেছিল। খাদ্যশস্য রফতানির এই চুক্তি প্রথম স্বাক্ষর হয় ২০২২ সালের জুলাইয়ে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news