সেনেগালে বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে বিদ্রোহে ইন্ধন দেওয়ার অভিযোগ
গত শুক্রবার ওসমান সোনকোকে গ্রেপ্তারের পর তারা বিরুদ্ধে নতুন এ অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এর সঙ্গে কথিত ধর্ষন ঘটনার কোন সম্পর্ক নেই। ওই ঘটনাকে কেন্দ্র করে গত জুন মাসে দেশটিতে দাঙ্গা ছড়িয়ে পড়েছিল।
তার বিরুদ্ধে অন্য যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো হল, দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, জন নিরাপত্তা বিপন্ন করা কর্মকান্ড পরিচালনা এবং সন্ত্রাসী সংগঠন ও চোরদের সঙ্গে অপরাধমূলক যোগসাজশ। দেশটির সরকারী কৌসুলি একথা জানান।
৪৯ বছর বয়েসী সনকোকে পৃথক অনৈতিক ব্যবহারের অভিযোগে দুই বছরের কারাদন্ড দেওয়ার কয়েক সপ্তাহ পর শনিবার (৩০ জুলাই) এসব নতুন অভিযোগ দায়েরের কথা ঘোষণা করা হয়। তাকে জেল দেওয়ার পর দেশটিতে মারাত্মক দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। তাতে অন্তত ১৬ জন নিহত হয়।
সনকো বাড়িতে অবস্থান করে কারাদন্ড ভোগ করছিলেন। শুক্রবার তাকে গ্রেপ্তার করার পর রাজধানী ডাকারের পুলিশ আদালতে এনে তাকে জিঙ্গাসাবাদ করা হচ্ছিল। তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে দেশটির সরকারী কৌসুলি আবদু করিম দিয়োপ সাংবাদিকদেরকে একথা জানান।
তিনি বলেন, শুক্রবারে গ্রেপ্তারের আগে তার বাসভবনে ঘটনাবলীসহ ২০২১ সাল থেকে সনকো যেসব বক্তব্য রেখেছেন এবং যেসব সভা-সমাবেশ করেছেন তার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এসব অভিযোগ দায়ের করা হয়েছে। দিয়োপ বলেন, এর আগে (নৈতিক দুর্নীতির) কারণে অনুপস্থিতিতে তার বিচারের সঙ্গে নতুন প্রেস্তারির সম্পর্ক নেই। তবে সনকোর আইনজীবীদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোন মন্তব্য জানা যায়নি।
শুক্রবার গ্রেপ্তারের আগে তার বাড়িতে মোতায়েন নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এর কারণ তার অনুমতি ছাড়াই তারা তার ছবি ধারণ করে বলে সনকো দাবি করেন। সেনেগালে ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সনকো তৃতীয় স্থান লাভ করেছিলেন। তিনি দেশের যুবসমাজের কাছে খুবই জনপ্রিয়। সনকোকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ গ্রহন করতে না দেওয়ার সরকারের চেষ্টার অংশ হিসেবে তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে বলে মনে করছেন তার সমর্থকরা।
সনকো বলেন যে, প্রেসিডেন্ট মাকি সাল একজন স্বৈরশাসক হতে চলেছেন। তবে চলতি মাসের প্রথম দিকে বলেন যে, তিনি তৃতীয় মেয়াদে প্রার্থী হবেন না। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


