অর্থপাচারের দায়ে কলম্বিয়ার প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার, বিচারে হস্তক্ষেপ করবেন না বাবা
শনিবার মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর ছেলে নিকোলাস পেট্রোকে গ্রেপ্তার করেছে সেদেশের পুলিশ। তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে পেট্রোর সাবেক স্ত্রী ডেসুরিস ভাজকেজকেও।
গুস্তাভো পেট্রোর শান্তি প্রচেষ্টা ও নির্বাচনী প্রচারের জন্য তার ছেলেকে মাদক পাচারকারীরা অর্থ দিয়েছিলেন এমন অভিযোগে নিকোলাস পেট্রোকে গ্রেপ্তার করা হয়।
দেশটির প্রথম বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো মাদক পাচারকারীদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি গত মার্চ মাসে দেশটির প্রসিকিউটরদের তার ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের নির্দেশ দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গুস্তাভো লিখেছেন, নিজের ছেলেকে জেলে যেতে দেখা খুবই বেদনার। কিন্তু প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে আমি প্রধান বিচারপতির কার্যালয়কে নিশ্চয়তা দিয়েছি তারা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সব ধরণের নিশ্চয়তা পাবে।
তিনি আরও লেখেন, আমি এখন আমার সন্তানের জন্য সৌভাগ্য ও শক্তি কামনা করছি। আশা করি এসব ঘটনা তার চরিত্র গঠন করবে এবং সে তার ভুলের প্রতিফলন দেখতে পাবে। বিচার বিভাগকে নিশ্চিত করেছি যে, আমি তার সিদ্ধান্তে বাধা দিব না বা কোনো ধরণের চাপ সৃষ্টি করব না। আইন অবাধে তাদের প্রক্রিয়া চালাতে পারবে।
নিকোলাসের সাবেক স্ত্রী ভাসকুয়েজ চলতি বছরের মার্চে টিভি সাক্ষাৎকারে বলেছিলেন, তার স্বামী নির্বাচনি প্রচারণার কথা বলে স্যামুয়েল সান্তান্দার নামের এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ ৫০ হাজার ডলার নিয়েছিলেন। স্যামুয়েল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সাজাপ্রাপ্ত আসামি। নিকোলাস যে নির্বাচনের কথা বলে অর্থ নিয়েছেন সেটি তার তার বাবা জানতেন না বলে জানিয়েছিলেন ভাসকুয়েজ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


