ভিক্টোরিয়া হ্রদে নৌকাডুবি, নিহত অন্তত ২০
নিহতরা সবাই পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার নাগরিক। দুর্ঘটনার পর বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তবে ৫ জন নিখোঁজ রয়েছেন। ডুবে যাওয়া নৌকাটিতে তাজা খাবার ও মাছ বহন করা হচ্ছিল। নৌকাটির ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পণ্য বোঝাই ছিল বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর ৫টায় কাঠকয়লা, তাজা খাবার এবং মাছ বোঝাই নৌকাটি ডুবে যায়। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।
ভিক্টোরিয়া হ্রদ আফ্রিকার অন্যতম বৃহত্তম হ্রদ। এই হ্রদটি উগান্ডা, কেনিয়া এবং তানজানিয়ার মধ্যে অবস্থিত। এই লেকের আয়তন ৭০ হাজার বর্গ কিমি (২৭ হাজার বর্গ মাইল) যা মোটামুটি আয়ারল্যান্ডের আয়তনের সমান।
ডিম্বাকৃতির এই হ্রদে বছরের পর বছর ধরে বহু নৌকাডুবির ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনার জন্য প্রায় সময়ই অতিরিক্ত আরোহী ও মাল বহন এবং খারাপ আবহাওয়াকে দায়ী করা হয়ে থাকে।
এর আগে ২০১৮ সালের নভেম্বর মাসে খারাপ আবহাওয়ার কারণে ভিক্টোরিয়া হ্রদে নৌকা ডুবে কমপক্ষে ৩২ জন মারা গিয়েছিলেন। উগান্ডার পুলিশ সেই সময় বলেছিল, দুর্ঘটনাকবলিত ওই নৌকাটিতে ৯০ জনেরও বেশি আরোহী ছিল। এছাড়া সেই বছরের সেপ্টেম্বরে ভিক্টোরিয়া হ্রদের তানজানিয়ার অংশে এমভি নাইরেরে নামে একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেলে শতাধিক লোকের মৃত্যু হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


