মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় নিহত ১৮, আহত ২০

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।এতে আহত আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। দুর্ঘটনার শিকার বাসচালককে আটক করেছে  পুলিশ।

পশ্চিম মেক্সিকোতে একটি মহাসড়ক থেকে বাসটি গিরিখাদে পড়ে যায়। মেক্সিকোর নয়ারিত প্রাদেশিক সরকার এক বিবৃতিতে বলেছে, বাস চালানোর সময় তিনি রাস্তার একটি বাঁকানো অংশে দ্রুত গতিতে বাঁক নিতে গেলে বাসটি সড়ক থেকে খাদে পড়ে যায় বলে সন্দেহ করা হচ্ছে।
 বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুর্ঘটনাকবলিত এই বাসটির যাত্রীদের বেশিরভাগই ছিল বিদেশি এবং তাদের কেউ কেউ মার্কিন সীমান্তের দিকে যাচ্ছিলেন।

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর টিজুয়ানা যাচ্ছিল। বাসটিতে ভারত, ডোমিনিকান রিপাবলিক এবং আফ্রিকান দেশগুলোর নাগরিকসহ প্রায় ৪২ জন যাত্রী ছিল।

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা ও তাতে প্রাণহানির ঘটনা বেশ সাধারণ। গত মাসে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকাতে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন। এছাড়া চলতি বছরের এপ্রিলে পশ্চিম মেক্সিকোতে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ার পর ১৮ জন প্রাণ হারান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  
 
এনবিএস/ওডে/সি

news