রাষ্ট্রদ্রোহের অভিযোগে নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিচার করবে জান্তা
নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে ‘উচ্চ রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে বিচারের মুখোমুখি করবে দেশটির সামরিক জান্তা।
রোববার গভীর রাতে নাইজারের সামরিক জান্তার পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে নাইজারের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য পশ্চিম আফ্রিকার নেতাদের নিন্দা করেছে দেশটির সামরিক জান্তা।
গত ২৬ জুলাই এক অভ্যুত্থানে নাইজারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট বাজোমকে ক্ষমতাচ্যুত করে দেশটির সামরিক বাহিনী। একই সঙ্গে তারা দেশটির ক্ষমতা দখল করে।
সামরিক অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় নাইজারের ওপর নিষেধাজ্ঞা দেয় পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস)।
নাইজারে সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধারে যত দ্রুত সম্ভব ‘স্ট্যান্ডবাই’ বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশগুলোর এই জোট।
রোববার রাতে নাইজারের জাতীয় টেলিভিশনের পর্দায় হাজির হন সেনা মুখপাত্র কর্নেল মেজর আমাদু আবদ্রামানে। তিনি জানান, বাজোমকে উচ্চ রাষ্ট্রদ্রোহ ও নাইজারের অভ্যন্তরীণ-বাহ্যিক নিরাপত্তাকে অবজ্ঞা করার অভিযোগে বিচারের আওতায় আনা হচ্ছে।
৬৩ বছর বয়সী বাজোম ও তার পরিবারের সদস্যদের অভ্যুত্থানের পর থেকে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে বন্দী করে রাখা হয়েছে। বন্দী বাজোমের বর্তমান অবস্থা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।
সামরিক জান্তা আরও বলেছে, নাইজারের ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে দেশটির জনগণ ওষুধ, খাদ্য, বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে কঠিন সমস্যার মুখোমুখি হচ্ছে। এই নিষেধাজ্ঞা অবৈধ, অমানবিক ও অপমানজনক।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


