ব্রিকসের নতুন সদস্য হল সৌদি আরবসহ ছয় দেশ

ব্রিকস চেয়ারম্যান ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বৃহস্পতিবার ঘোষণা করেছেন, উদীয়মান দেশগুলোর ব্রিকস ক্লাব আগামী বছরের শুরুতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইরান সহ ছয়টি নতুন সদস্য নিবে।

রামাফোসা জোহানেসবার্গে ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বলেছেন, ‘আমরা আর্জেন্টিনা রিপাবলিক, আরব রিপাবলিক অফ মিশর, ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইথিওপিয়া, ইসলামিক রিপাবলিক অফ ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে ব্রিকসের পূর্ণ সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি। সদস্যপদ ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।’

ব্রিকস-ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা’র তিন দিনের শীর্ষ সম্মেলনে এজেন্ডায় প্রাধান্য পেয়েছে এবং নতুন সদস্যদের অন্তর্ভূক্তি, গতি ও মানদন্ড নিয়ে ব্লকের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে।

রামাফোসা বলেন, কিন্তু দলটি যারা ঐক্যমতের মাধ্যমে সিদ্ধান্ত নেয়, ‘ব্রিকস সম্প্রসারণ প্রক্রিয়ার নির্দেশিকা নীতি, মান, মানদন্ড এবং পদ্ধতিতে’ সম্মত হয়েছিল।

এনডিটিভি জানায়, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার ঘোষণার পরপরই নতুন সদস্যদেশগুলোকে স্বাগত জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এসব দেশের  প্রতিটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক আছে ভারতের। আশা করি সহযোগিতা ও সমৃদ্ধির এক নতুন যুগের জন্য একসঙ্গে কাজ করবো আমরা।

নরেন্দ্র মোদি আরও বলেন, ব্রিকসের সদস্য বৃদ্ধিতে পূর্ণ সমর্থন আছে ভারতের। ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে যাওয়াকে স্বাগত জানায় ভারত। এ সময় তিনি বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান বিশ্ব বাণিজ্য সংস্থাকে সংস্কারের কথাও বলেন।

প্রায় দুই ডজন দেশ আনুষ্ঠানিকভাবে ক্লাবটিতে যোগদানের জন্য আবেদন করেছিল, যা বিশ্ব অর্থনীতির এক চতুর্থাংশ এবং তিন বিলিয়নেরও বেশি লোকের প্রতিনিধিত্ব করে।

জোহানেসবার্গে বৃহস্পতিবার শেষ হওয়া শীর্ষ সম্মেলনে আরও ৫০ জন রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নিচ্ছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

news