আরো তেল ট্যাঙ্কার আটক করতে পারে ইরান
পারস্য উপসাগরের পানিসীমায় বর্তমানে গ্রিসের ১৭টি জাহাজ রয়েছে এবং দেশটি যদি ইরানের ব্যাপারে তার বর্তমান নীতি অব্যাহত রাখে তাহলে তেহরান গ্রিসের আরো জাহাজ আটক করবে না সে সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।
গতকাল (শুক্রবার) ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ একথা বলেছে। গতকালই পারস্য উপসাগরের পানিসীমা থেকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গ্রিসের দুটি তেলবাহী জাহাজ আটক করেছে।
তাসনিম নিউজের প্রতিবেদন অনুসারে, গ্রিসের জাহাজ দুটি থেকে আটক করা নয় নাগরিককে আইআরজিসি হেফাজতে রাখা হয়েছে। তবে এসব বিষয় নিয়ে ইরানের কোনো কর্মকর্তা এখনো কোনো মন্তব্য করেন নি।
এদিকে, জাহাজ আটক সম্পর্কে ইরানের রাজনৈতিক ভাষ্যকার সাইয়্যেদ মোহাম্মদ মারান্দি প্রেস টিভিকে বলেছেন, গ্রিসের তেলবাহী জাহাজ আটকের মধ্যদিয়ে তেহরান ওয়াশিংটন ও তার মিত্রদেরকে এই বার্তা দিতে চেয়েছে যে, ইরানের তেল বাণিজ্য যেন তারা ক্ষতিগ্রস্ত না করে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে


