সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় ১৩ আল-শাবাব জঙ্গি নিহত
ইউএস আফ্রিকা কমান্ড সোমালিয়া সরকারের অনুরোধে, আল-শাবাব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ওই বিমান হামলা চালালে ১৩ জঙ্গি নিহত হয়।
বিবৃতিতে বলা হয়েছে যে হামলাটি কিসমায়ো শহরের উত্তর-পশ্চিমে ৪৫ কিলোমিটার দূরের (২৭.৯ মাইল) লক্ষ্যবস্তুতে আঘাত করে।
বিবৃতিতে আরো জানানো হয়, সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত সোমালি ন্যাশনাল আর্মি বাহিনীর সমর্থনে ২৬ শে আগস্ট ভোরে যৌথ আত্মরক্ষামূলক বিমান হামলা চালানো হয়েছিল।
আল-শাবাব একটি সোমালিয়া-ভিত্তিক জিহাদি জঙ্গি গোষ্ঠী যা আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুক্ত। এটি সোমালি সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে এবং দেশটিতে জাতিসংঘের মানবিক মিশনে বাধা দেয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের আনুমানিক ৪৫০ সৈন্য সোমালিয়ায় মোতায়েন রয়েছে, যার বেশিরভাগই রাজধানী মোগাদিশু থেকে প্রায় ৫৬ মাইল দূরে বালেডোগল এয়ারফিল্ডে অবস্থান করছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


