আমেরিকার এমকিউ-৯ রিপারের অনুরূপ ড্রোন তৈরি ইরানের, ইসরায়েলে আঘাত হানতে পারবে
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের প্রতিরক্ষা শিল্প দিবসে গত মঙ্গলবার এমকিউ-৯ রিপারের অনুরূপ মোহাজের-১০ নামের ড্রোনটি উদ্বোধন করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি। তিনি বলেন, আমরা ইরানকে বিশ্বের মধ্যে একটি অগ্রসর আধুনিক প্রযুক্তির দেশে উন্নীত করতে সক্ষম হয়েছি।
এটি একটানা ২৪ ঘন্টা উড়তে পারে এবং দূরত্ব ১২০০ মাইল পর্যন্ত। এ ড্রোন ৬৬০ পাউন্ড বোমা বহন করতে পারে।
ইরানি বার্তা সংস্থা ইরনা জানায়, ইলেক্ট্রনিক্স যুদ্ধাস্ত্রসজ্জিত ড্রোনটি ঘন্টায় ১৩০ মাইল বেগে উড়তে পারে। এটি গোয়েন্দা তথ্যও সংগ্রহ করতে পারে। উদ্বোধনের পরে ড্রোনটিকে রানওয়ে থেকে অজ্ঞাত গন্তব্যে উড়ে যেতে দেখা যায়। তবে ইরানি মিডিয়ায় প্রকাশিত ড্রোনটির ফুটেজ নিরপেক্ষ সূত্রে যাচাই করা সম্ভব হয়নি।
ফারসি ভাষায মোহাজের অর্থ অভিবাসী। মোহাজের ইরানের তৈরি সর্বশেষ ড্রোন। দেশটি ১৯৮৫ সাল থেকে ড্রোন তৈরি করে আসছে।
ইরান অতীতে কয়েকটি মার্কিন ড্রোন আটক করেছিল। তবে তা যে এমকিউ-৯ রিপার কিনা, তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর বিমান বাহিনী ‘হান্টার কিলার’ হিসেবে এমকিউ-৯ রিপার ব্যবহার করে থাকে। এটি দীর্ঘ সময় আকাশে উড়ে টার্গেটে আঘাত হানতে পারে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


