ট্রাক থেকে রাস্তায় পড়ে গেল ৫০ লাখ মৌমাছি
কানাডার টরেন্টোর পশ্চিমে বুরলিংটনের ডুন্ডাস সড়কের উত্তরে গুয়েলফ লাইনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে বেরিয়ে আসা মৌমাছিগুলো প্রাথমিক মৌমাছি রক্ষককে অনেক বার কামড় বা হুলবিদ্ধ করেছে বলে মনে করা হচ্ছে।
গত বুধবারের (৩০ আগষ্ট) সন্ধ্যার এ ঘটনার পরপরই টরেন্টোর পশ্চিমাঞ্চলের পুলিশ সবাইকে সতর্ক করে দেয়। তারা ড্রাইভারদেরকে তাদের গাড়ীর জানালাগুলো বন্ধ করে দিতে বলে এবং পথচারিদেরকে ওই এলাকার কাছ দিয়ে চলাচল না করার পরামর্শ দেয়।
একটি ট্রাকে ক্রেটে করে বহন করা ৫০ লাখ মৌমাছি। শান্ত রাস্তার ওপর ছড়িয়ে পড়ে ক্রেটগুলো। এরপর বেরিয়ে আসে ঝাঁকে ঝাঁকে মৌমাছি।
পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ব্যাপারে নোটিশ দেওয়ার পর কয়েকজন মৌমাছি পালনকারী ও রক্ষক ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে সহায়তা করার প্রস্তাব দেন।
রাত সোয়া ৯টার দিকে পুলিশ জানায়, ৫০ লাখ মৌমাছির অধিকাংশকে নিরাপদে সংগ্রহ করা হয়েছে। যেসব মৌমাছি সংগ্রহ করা হয়নি সেগুলো যাতে সেচ্ছায় ফিরে আসতে পারে সে জন্যে সেখানে কয়েকটি ক্রেট রেখে আসা হয়েছে।
মৌমাছি পালনকারীদের সমিতি কানাডান হানি কাউন্সিল জানায়, গ্রীষ্মের প্রতিটি মৌচাকের প্রতিটিতে ৫০ হাজার থেকে ৮০ হাজার মৌমাছি থাকে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


