জোহান্সবার্গে এপার্টমেন্ট ব্লকে আগুন, নিহত ৬৩
দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ বলেছেন, দেশটির বৃহত্তম নগরীর কেন্দ্রস্থলে পাঁচ তলা ভবনে কিভাবে আগুন লেগেছে তা স্পষ্ট জানা যায়নি। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
দক্ষিণ আফ্রিকার জরুরি বিভাগের মুখপাত্র রবার্ট মুলাউদজি বলেছেন, বৃহস্পতিবার (৩১ আগষ্ট) মধ্যরাতে এ অগ্নিকাণ্ড ঘটে। দমকল কর্মীরা ভবনটির অনেক বাসিন্দাকে বের করে আনতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, আগুন সম্পূর্ণ ভবনে ছড়িয়ে পড়েছে এবং হতাহতদের উদ্ধারকর্মীরা প্রতিটি ফ্লোরে সন্ধান ও উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
ভবনটির অভ্যন্তরে বহু লোক আটকা পড়ে আছেন বলে মনে করা হচ্ছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
রবার্ট মুলাউদজি বলেন, নিহতদের মধ্যে অন্তত একজন শিশু রয়েছে। তিনি বলেন, আটকা পড়া লোকদের আর বেঁচে থাকার সম্ভাবনা নেই।
বাণিজ্যিক এলাকার ভবনটি বাসস্থানের সন্ধানী গৃহহীন লোকদের একটি ‘অনানুষ্ঠানিক বসতি’ ছিল। সেখানে অন্তত ২০০ লোক বাস করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
কর্তৃপক্ষ জানায়, ভবনটির আগুনের বেশিরভাগ নিভিয়ে ফেলা হয়েছে। তবে পুড়ে যাওয়া ভবনটি থেকে এখনো ধুঁয়া উঠছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


