ইসরাইলের কাছ থেকে কর্নেল হত্যার প্রতিশোধ নেব: আইআরজিসি প্রধান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, দখলদার ইসরাইলের কাছ থেকে কর্নেল হাসান সাইয়াদ খোদায়ি হত্যার প্রতিশোধ নেয়া হবে।

গত সপ্তাহে রাজধানী তেহরানে নিজ বাড়ির সামনে সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন এই সেনা কর্মকর্তা।

শহীদ হাসান সাইয়াদ খোদায়ির পরিবারের সঙ্গে দেখা করেছেন আইআরজিসি'র প্রধান সালামি। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠকে বলেছেন, শহীদ খোদায়িকে মানুষ চিনতেন না। কিন্তু আল্লাহর ইচ্ছায় এমন এক ঘটনা ঘটে গেছে যা তাঁকে গোটা বিশ্বে পরিচিত করেছে এবং তিনি পৃথিবীতে চাঁদের মতো প্রোজ্জ্বল হয়ে আছেন।

জেনারেল সালামি আরও বলেন- এই শহীদের মহত্ত্ব ও গুরুত্ব এতটাই বেশি যে, শত্রুরা তাঁকে হত্যার পর নিজেদেরকে বিজয়ী ভাবছে।

তিনি বলেন, কর্নেল সাইয়াদ খোদায়িকে হত্যার জন্য শত্রুরা বছরের পর বছর ধরে তাঁর পেছনে লেগে ছিল।

আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল এই হত্যার সঙ্গে জড়িত বলে তিনি আবারও উল্লেখ করেন।

গত সপ্তাহে আইআরজিসি'র কর্নেল হাসান সাইয়াদ খোদায়ি যখন নিজে গাড়ি চালিয়ে তার বাসভবনে প্রবেশ করছিলেন তখন দুই মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে পালিয়ে যায়।

ঘাতকের পাঁচটি বুলেটের তিনটি তার মাথায় ও দু’টি হাতে বিদ্ধ হয় এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এরপর দখলদার ইসরাইল এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা আমেরিকাকে জানিয়েছে বলে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস খবর প্রকাশ করেছে।খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে

news