বুরকিনা ফাসোতে বিদ্রোহীদের হামলায় নিহত ৫৩

আফ্রিকার বুরকিনা ফাসোতে বিদ্রোহীদের হামলায় নিহতদের মধ্যে ১৭ জন সেনাসদস্য। ইয়াতেঙ্গা প্রদেশের কৌমব্রি এলাকায় গত সোমবার বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর এ সংঘর্ষ ঘটে। এ সময় সেনাবাহিনীকে সহায়তাকারী ৩৬ জন স্বেচ্ছাসেবকও নিহত হন।

সেনাবাহিনী জানিয়েছে, তাদের পাল্টা হামলায় কয়েকজন বিদ্রোহীও নিহত হয়েছে। সেনারা বিদ্রোহীদের বেশকিছু অস্ত্রশস্ত্র ধ্বংস করেছে। ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হামলা মোকাবিলা করে চলেছে বুরকিনা ফাসো। দুই বছর আগে বিদ্রোহীদের হটিয়ে ওই শহরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। বুরকিনা ফাসোর সশস্ত্র গোষ্ঠীগুলোর বেশিরভাগই আল কায়দা এবং আইএস’র সঙ্গে সম্পৃক্ত।  

বুরকিনা ফাসোতে সহিংসতা বেড়ে গেছে। দেশটির প্রায় অর্ধেক এলাকা সরকারি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। সহিংসতার কারণে দেশটির ২০ লাখেরও বেশি মানুষ বাস্তচ্যুত হয়েছে এবং কয়েক হাজার মানুষ রয়েছেন অনাহারের শিকারে পরিণত হয়েছে।

প্রায় ২ কোটি ৩ ০ লাখ জনসংখ্যার এই দেশটিতে গত বছর দুটি সামরিক অভ্যুত্থান ঘটেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news