নাইজারে হস্তক্ষেপ করতে সামরিক বাহিনী মোতায়েন করছে ফ্রান্স: জান্তা

নাইজারে সামরিক আগ্রাসন চালানোর প্রস্ততি হিসেবে ফ্রান্স ইকোয়াসভুক্ত কয়েকটি দেশে অব্যাহতভাবে সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি করে চলেছে বলে অভিযোগ করা হচ্চেট। 

গত জুলাই মাসে নাইজারের সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। দেশটির ক্ষমতা দখলকারী সেনা সরকারের মুখপাত্র কর্নেল মেজর আমাদু আব্দুর রহমান শনিবার এক টেলিভিশন প্রচারিত এক বিবৃতিতে অভিযোগ করেছেন, পশ্চিম আফ্রিকান অর্থনৈতিক জোট ইকোয়াসের কয়েকটি সদস্য দেশের সহযোগিতায় ফ্রান্স নাইজারে আগ্রাসন চালানোর এ ষড়যন্ত্র করছে।

অভ্যুত্থানের পর থেকেই নাইজার ও তার সাবেক উপনিবেশিক শক্তি ফ্রান্সের মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে।

সাহেল অঞ্চলের দেশটির সঙ্গে ইকোয়াসের অচলাবস্থা চলছে। ইকোয়াস হুমকি দিয়েছে যে, কূটনৈতিক প্রচেষ্টায় মোহাম্মাদ বাজোমকে ক্ষমতায় পুণর্বহাল করতে ব্যর্থ হলে তারা নাইজারে সামরিক হস্তক্ষেপ করবে।

গত ৩ আগস্ট নাইজারের অভ্যুত্থানকারী নেতারা ফ্রান্সের সঙ্গে সামরিক সহযোগিতা সম্পর্কিত বিভিন্ন চুক্তি বাতিল করেছে। দেশটিতে ফ্রান্সের ১৫০০ সেনা মোতায়েন রয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news