কাবুলে ভারতীয় দূতাবাস আবার চালু করার আহ্বান তালেবান পররাষ্ট্রমন্ত্রীর

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভারতীয় দূতাবাস আবার চালু করার আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ভারত সরকারের সঙ্গে আফগানিস্তানের তালেবান সরকারের সম্পর্কের উন্নতি হচ্ছে বলেও খবর দিয়েছেন তিনি। মুত্তাকি ভারতের নিউজ চ্যানেল ‘সিএনএন নিউজ ১৮’কে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান।

২০২১ সালের ১৫ আগস্ট তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হওয়ার পর বিশ্বের বহু দেশের মতো ভারত সরকারও কাবুলে নিজের দূতাবাস বন্ধ করে দেয়। পরবর্তীতে আফগানিস্তানের মাজার-ই-শরিফ, কান্দাহার, হেরাত ও জালালাবাদে নিজের কনস্যুলেটগুলিও বন্ধ করে দেয় নয়াদিল্লি।বিশ্বের কোনো দেশ এখন পর্যন্ত তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও বহু দেশ তালেবানের সঙ্গে সম্পর্ক ও অর্থনৈতিক লেনদেন রক্ষা করে যাচ্ছে। এমনকি কাবুলে বহু দেশের দূতাবাসও চালু রয়েছে।

নিউজ ১৮কে দেয়া সাক্ষাৎকারে তালেবান পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছে এবং নয়াদিল্লির উচিত কাবুলে নিজের দূতাবাস পুনরায় চালু করা।” মুত্তাকির আগে তালেবান সরকারের প্রভাবশালী নেতা আনাস হক্কানিও ভারত সরকারের প্রতি একই আহ্বান জানিয়েছিলেন।

আফগানিস্তানে দূতাবাস আবার চালু করলে ভারতীয় কূটনীতিক ও নাগরিকদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে নয়াদিল্লি। এ সম্পর্কে সাক্ষাৎকারে আমির খান মুত্তাকি বলেন, তালেবান সরকার কাবুলস্থ অন্যান্য দেশের দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোর মতো ভারতীয় কূটনীতিকদেরও নিরাপত্তা রক্ষার নিশ্চয়তা দিচ্ছে। তিনি আরো বলেন, অপর কোনো দেশের বিরুদ্ধে আফগানিস্তানের ভূমি ব্যবহার করার অনুমতি দেবে না তালেবান সরকার।  

দীর্ঘদিন ধরে আফগানিস্তানের সঙ্গে ভারতের গভীর সম্পর্ক রয়েছে। কাবুলে যখনই যে সরকার ক্ষমতায় আসুক তার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে নয়াদিল্লি। আফগানিস্তান ব্রিটিশদের কাছ থেকে রাজনৈতিক স্বাধীনতা লাভের কিছুদিন পরই ১৯৫০ সঙ্গে কাবুলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল ভারত সরকার। খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news