আমেরিকা ঠাণ্ডামাথায় যুদ্ধের আগুনে ঘি ঢালছে: ক্রেমলিন
ইউক্রেনের কাছে উন্নতমানের রকেট লঞ্চার সরবরাহের ব্যাপারে আমেরিকাকে আবারো হুঁশিয়ার করেছে রাশিয়া।
ইউক্রেন যুদ্ধের তিন মাস পরে এসে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ইউক্রেনকে দীর্ঘ পাল্লার নয় বরং মধ্যম পাল্লার উন্নতমানের রকেট লাঞ্চার সরবরাহ করবেন।
বাইডেনের এ ঘোষণার প্রতিক্রিয়ায় আজ (বুধবার) ক্রেমলিন মুখপাত্র বলেছেন, ইউক্রেনের কাছে জটিল সব অস্ত্র সরবরাহের মাধ্যমে হোয়াইট হাউস ইচ্ছা করে এবং সুচিন্তিতভাবে যুদ্ধের আগুনে ঘি ঢালছে। আমেরিকার এমন অবস্থান নিয়েছে যাতে তারা ইউক্রেনের সর্বশেষ যোদ্ধা বেঁচে থাকা পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে।
ইউক্রেনের কাছে মধ্যম পাল্লার রকেট লঞ্চার সরবরাহ করার ব্যাপারে মার্কিন প্রশাসন আজ আরও পরে তাদের পরিকল্পনা প্রকাশ করবে। আমেরিকা যে রকেট লঞ্চার দিতে যাচ্ছে তা অত্যন্ত নিখুঁতভাবে ৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। আমেরিকা দাবি করছে, তাদের এই অস্ত্র ইউক্রেন অভ্যন্তরীণ যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের বিরুদ্ধে ব্যবহার করবে, এই অস্ত্র রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ব্যবহার করবে না।
এসম্পর্কে ক্রেমলিনের মুখপাত্র বলেন, ইউক্রেনের সেনারা রাশিয়ার অভ্যন্তরে এই সমস্ত রকেট দিয়ে হামলা চালাবে না সে ব্যাপারে মস্কো যথেষ্ট সন্দিহান।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে


