আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতের সর্তকতা জানাল রাশিয়া
আমেরিকা ইউক্রেনকে উন্নতমানের রকেট লাঞ্চার সরবরাহ করার যে পরিকল্পনা নিয়েছে তার মাধ্যমে ওয়াশিংটন মূলত রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি করেছে।
রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ আজ (বুধবার) একথা বলেছেন।
আমেরিকা ইউক্রেনকে HIMRS মাল্টিপল রকেট লঞ্চার সরবরাহ করার ব্যাপারে যে ঘোষণা দিয়েছে সে ব্যাপারে মন্তব্য করতে গিয়ে রিয়াবকভ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তার দেশ ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে না বরং মধ্যম পাল্লার উন্নত ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যা ইউক্রেনের অভ্যন্তরে যুদ্ধে ব্যবহার করবে কিয়েভের সেনারা। এ সম্পর্কে রিয়াবকভ বলেন, আমেরিকা যদি ইউক্রেনকে রকেট লঞ্চার সরবরাহ করে তবে ওয়াশিংটনকে যুদ্ধের একটি পক্ষ হিসেবে গণ্য করা হবে। আরো বলেন, আমেরিকা চলমান সংকটকে আরো বেশী বিপজ্জজনক করে তুলছে।
তিনি বলেন, যেকোনো অস্ত্র সরবরাহের ঘটনা পরিস্থিতিকে জটিল করবে এবং সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়াবে।
রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে বহু বছর ধরে তা নিরসন বা ঠেকানোর জন্য আমেরিকা কিছুই করেনি। এমনকি মস্কো সর্বশেষ আলোচনার মাধ্যমে সমাধানের যে চেষ্টা চালিয়েছে তাতেও বাধা সৃষ্টি করেছে আমেরিকা। ফলে রাশিয়া সামরিক অভিযান শুরু করতে বাধ্য হয়েছে।
রিয়াবকভ বলেন, “আমেরিকার যে ভূমিকায় তাতে আমরা দেখতে পাচ্ছি তারা ইউক্রেনের সর্বশেষ যোদ্ধা বেঁচে থাকা পর্যন্ত সংঘাত জিইয়ে রাখতে চায় যা অত্যন্ত বেদনাদায়ক। একে আমেরিকা রাশিয়ার কৌশলগত পরাজয় বলে উল্লেখ করেছেন। এটি নজিরবিহীন এবং বিপজ্জনক।”
তিনি বলেন, ইউক্রেনকে আমেরিকা যে সমস্ত অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে তাতে পরিস্থিতির মৌলিক কোনো পরিবর্তন আনবে না বরং ঝুঁকি বাড়াবে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে


