ওকলাহোমায় শ্যুটআউট, হাসপাতালে ঢুকে এলোপাথাড়ি গুলি, ঝাঁঝরা হয়ে গেলেন চারজন
  
টেক্সাসের পরে এবার নাশকতা আমেরিকার ওকলাহোমায় (Oklahoma)। হাসপাতালে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল বন্দুকবাজ। রক্তাক্ত লুটিয়ে পড়লেন চারজন। পুলিশের গুলিতে বন্দুকবাজও খতম হয়েছে বলে খবর।

গত সপ্তাহেই টেক্সাসের একটি স্কুলে আততায়ীর হামলায় ১৯ জন পড়ুয়া ও ২ জন শিক্ষক মারা যান (Oklahoma)। তার আগে নিউউয়র্কের বাফেলোতে একটি বাজার এলাকায় গুলি চলে। বন্দুকবাজের হামলায় ১০ জন প্রাণ হারান। এই নিয়ে গত এক মাসে তৃতীয়বার আমেরিকায় আততায়ীর হামলা হল।

স্থানীয় সময় মতে বুধবার ওকলাহোমার টুলসায় একটি হাসপাতালে হানা দেয় এক বন্দুকবাজ। হামলাকারীর এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা হয়ে যান চারজন। মৃতের সংখ্য়া আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। পুলিশ জানিয়েছে, আচমকাই টুলসা শহরের সেন্ট ফ্রান্সিস হাসপাতাল এক ব্যক্তি হামলা চালায়। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালাতে থাকে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পাল্টা গুলিতে মৃত্য়ু হয় বন্দুকবাজেরও।

টুলসার পুলিশ আধিকারিক জনাথন ব্রুকস জানিয়েছেন, আর কোনও হামলাকারী সেখানে লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত হতে গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ ক্যাপ্টেন রিচার্ড মুলেনবার্গ জানিয়েছেন, হাসপাতাল চত্বরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকেই আহত হয়েছেন। গুলি যেখানে চলেছে সেখানে ডাক্তারদের অফিস রয়েছে। অর্থোপেডিক চেম্বারও আছে। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে যোগাযোগ করে গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news