মধ্যরাতের মহারণে শেষ হাসি হাসলেন মেসিরা! ইতালিকে উড়িয়ে ‘বিশ্ব সেরা’ আর্জেন্টিনা

 ইউরোপ না লাতিন আমেরিকা সেরা কে? এই লড়াইয়ে নেমেছিল দুই যুযুধান দল। ইউরো কাপ জয়ী ইতালি ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই লড়াইয়ে ইউরোপকে তিন গোলে হারাল লাতিন আমেরিকা। ভাল করে বললে বলা চলে, ইতালিকে হারিয়ে ফাইনালিসিমা ট্রফি (Finalissima 2022) জিতে নিল লিওনেল মেসিরা।

খেলার প্রথম অর্ধেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন মার্তিনেজ। ২৮ মিনিটের মাথায় তাঁর পায়ের জাদুতে বল জড়িয়ে যায় ইতালির গোলে। দ্বিতীয় গোলটি আসে ঠিক তার ১৮ মিনিট পরে। অ্যাঞ্জেলো দি মারিয়ার শটে দুই গোলে এগিয়ে যায় কোপা চ্যাম্পিয়নরা। আর পুরো ম্যাচে ফিরে তাকাতে হয়নি মেসি, মারিয়া, মার্তিনেজদের। তবে কফিনের শেষ পেরেকটি মারেন পাওলো ডিবালা। ম্যাচের অন্তিম মুহূর্তে শেষ গোলটি আসে তাঁর পা থেকেই।

ইতালিকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বসেরা হল আর্জেন্টিনা। ইংল্যান্ডের ঐতিহ্যের ওয়েম্বলি মুখর হয়ে থাকল নীল সাদা রঙে। মেসির হাতে উঠল ফাইনালিসিমা ট্রফি।

বিশ্বকাপ ছাড়াও এটি একটি এমন টুর্নামেন্ট যেখানে ইউরোপ ও লাতিন আমেরিকার সেরা দলে মধ্যে লড়াই হয়। একটি ম্যাচের টুর্নামেন্ট এটি। ১৯৯৩ সালের পর এই টুর্নামেন্ট আর অনুষ্ঠিত হয়নি। ২৮ বছর পর ফের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হল। যেহেতু চলতি বছরে কাতার বিশ্বকাপ কয়েকমাস পিছিয়ে গেছে, তাই এই আন্তর্জাতিক ম্যাচের টুর্নামেন্ট অনুষ্ঠিত হল।

২০২১ সালে ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকার হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইতালি। সেই কারণে ইতালি ফাইনালিসিমা ট্রফিতে অংশ নিল। অন্যদিকে, গত বছর ব্রাজিলে আয়োজিত কোপা আমেরিকার ফাইনালে নেইমারদের হারিয়ে ট্রফি জেতে আর্জেন্টিনা। সেই সুবাদে ফাইনালিসিমা ট্রফিতে ইতালির মুখোমুখি হয় আর্জেন্টিনা।

তবে আশ্চর্যের বিষয় এই যে, ফাইনালিসিমা ট্রফি খেললেও বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। এই ট্রফিটি ইউরোপিয়ান/দক্ষিণ আমেরিকার নেশনস কাপ নামেও পরিচিত। এই বছরেই এই কাপের নাম হয়েছে ফাইনালিসিমা ২০২২।।দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news