রাশিয়া বলছে সামরিক অভিযানে কোনো প্রভাব পড়বে না’

আমেরিকা ইউক্রেনের কাছে যে কম্ব্যাট ড্রোন বিক্রি করার পরিকল্পনা নিয়েছে তাতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানে কোন পরিবর্তন আসবে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (বৃহস্পতিবার) সাংবাদিকদের এ কথা বলেছেন।

তিনি বলেন, ইউক্রেনে পশ্চিমা দেশগুলো অস্ত্রের বন্যা বইয়ে দিলেও তাতে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে কোনো পরিবর্তন আসবে না। রাশিয়া তার লক্ষ্যগুলো অর্জন করবে তবে পশ্চিমা অস্ত্রের কারণে ইউক্রেনের ভোগান্তি বেশি হবে।

আমেরিকা ইউক্রেনকে নতুন যে অস্ত্র দিচ্ছে তাতে রাশিয়ার ভেতরে হামলা চালানোর সম্ভাবনা আছে কিনা -এমন প্রশ্নের জবাবে দিমিত্রি পেসকভ বলেন, "সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এই বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই না। ইউক্রেন থেকে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা হলে তা খুবই অস্বস্তিকর দৃশ্য তৈরি করবে।”

তিনি বলেন, যদি এই ধরনের হামলা হয় তাহলে পরিস্থিতি মারাত্মকভাবে অনাকাঙ্ক্ষিত দিকে মোড় নেবে।

ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো যে অস্ত্রের চালান পাঠাচ্ছে রাশিয়া জোরালোভাবে সেইসব অস্ত্র চালান ধ্বংস করে দেয়ার জন্য চেষ্টা চালিয়েছে। পশ্চিমা অস্ত্রের চালানকে রাশিয়া তার বিরুদ্ধে আমেরিকা এবং তার মিত্রদের প্রক্সি যুদ্ধ হিসেবে দেখে আসছে।

সম্প্রতি খবর বের হয়েছে যে, আমেরিকা ইউক্রেনের কাছে অন্তত চারটি এম কিউ-১সি গ্রে ঈগল ড্রোন বিক্রির পরিকল্পনা নিয়েছে। এই ড্রোন যুদ্ধক্ষেত্রে হেলফায়ার মিসাইল ছুঁড়তে পারে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news