মধ্য আকাশে কানাডার বিমানকে হেনস্থা করল চীন
উত্তর কোরিয়ার সীমান্তবর্তী আকাশ থেকে কানাডার একটি বিমানকে হেনস্তা করেছে চীন। এ ঘটনাকে চীনা পাইলটদের অপেশাদার সুলভ আচরণ বলে মন্তব্য করেছে অটোয়া।
কানাডার গ্লোবাল নিউজ জানিয়েছে, উত্তর কোরিয়ার সীমান্তবর্তী আকাশ থেকে চীনের একটি জঙ্গিবিমান কানাডার একটি টহল বিমানের ২০ থেকে ১০০ ফুটের মধ্যে চলে আসে।
উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের যে নিষেধাজ্ঞা রয়েছে তা কতটা বাস্তবায়ন হচ্ছে সে বিষয়ে নজরদারি করার জন্য ওই এলাকায় কানাডার একটি সিপি-১৪০ অরোরা বিমান টহল দিচ্ছিল। এ সময় বিমানটি লক্ষ্য করে চীনের জঙ্গিবিমান অত্যন্ত আক্রমণাত্মকভাবে ছুটে আসে। এ ঘটনায় চীন পিপলস লিবারেশন আর্মির পাইলটরা আন্তর্জাতিক এয়ার সেইফটি নর্ম মেনে চলে নিবলে মন্তব্য করেছে কানাডা।
চীনা পাইলটেরা কানাডার বিমানটিকে ওই এলাকা থেকে সরিয়ে দেয়ার জন্য স্পষ্টত চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছে কানাডার সশস্ত্র বাহিনী। তবে এ বিষয়ে চীনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। অবশ্য, এর আগে দেশটি বলেছে আমেরিকা-কানাডা- ন্যাটো জোট মিলে পূর্ব এশিয়ায় সামরিক উত্তেজনা সৃষ্টি করছে। । খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে


