ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল দুই মাস
ইয়েমেনে যুদ্ধবিরতি আরও দুই মাসের জন্য বাড়ানো হয়েছে। জাতিসংঘ মহাসচিবের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত হান্স গ্রুন্ডবার্গ আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, বিবাদমান পক্ষগুলো আগের শর্তগুলোর ভিত্তিতেই যুদ্ধবিরতির মেয়াদ দুই মাস নবায়নে সম্মত হয়েছে। আজ থেকেই নতুন দফা যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
জাতিসংঘের এই দূত আরও বলেন, ইয়েমেনে একটি স্থায়ী রাজনৈতিক সমাধান সূত্রের বিষয়ে ঐকমত্য অর্জিত না হওয়া পর্যন্ত তিনি যুদ্ধবিরতি অব্যাহত রাখতে চেষ্টা চালিয়ে যাবেন।
গত ২ এপ্রিল থেকে দুই মাসের যুদ্ধবিরতি শুরু হয়ে গতরাতে তা শেষ হয়েছে। তবে গত দুই মাসে যুদ্ধবিরতি চলাকালে আগ্রাসী সৌদি জোট বহু বার তা লঙ্ঘন করেছে বলে ইয়েমেনিরা অভিযোগ করেছেন।
২০১৫ সাল থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি দেশ। এর ফলে লাখ লাখ মানুষ হতাহত হয়েছেন এবং ৪০ লাখ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছেন। খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে


