ড. ইউনূসের জিরো ওয়েস্ট আন্দোলন সফল করতে জাতিসংঘের অ্যাডভাইজরী বোর্ড বদ্ধপরিকর
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কর্তৃক গঠিত জাতিসংঘের ‘অ্যাডভাইজরী বোর্ড অব এমিনেন্ট পার্সন্স অন জিরো ওয়েস্ট’ এর প্রথম সভায় বক্তারা একথা জানান।
ইউনূস সেন্টার থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার (৩ নভেম্বর) সকালে জানানো হয়, গত ১ নভেম্বর তুরস্কের রাজধানী ইস্তান্বুলে উক্ত বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যতম সদস্য নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসসহ ইউএন হাবিট্যাটের (জাতি সংঘ হিউম্যান সেটলমেন্ট প্রোগ্রাম) নির্বাহী পরিচালক মাইমুনা মোহাম্মদ শরীফ, জাতিসংঘ মহাসচিবের পলিসি এক্সিকিউটিভ অফিসের দায়িত্বপ্রাপ্ত আন্ডার সেক্রেটারী জেনারেল গাই রাইডার ও বিশ্বখ্যাত ব্যক্তিবৃন্দ অংশগ্রহণ করেন।
[৪] অ্যাডভাইজরী বোর্ডের চেয়ারপার্সন তুরস্কের ফার্স্ট লেডী মিসেস এমিনে এরদোয়ান সভায় সভাপতিত্ব করেন।
অ্যাডভাইজরী বোর্ডের চেয়ারপার্সন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান সভায় যোগদানকারী সদস্যদেরকে একটি শূন্য অপচয়ের পৃথিবী গড়ে তুলতে টেকসই সমাধান প্রতিষ্ঠায় তাঁদের অবিচল প্রতিশ্রুতির জন্য তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো একটি অপচয় শূন্য জীবনের প্রতিশ্রুতির আহ্বান পৃথিবীর প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে অবিচলভাবে কাজ করে যাওয়া। আমি বিশ্বাস করি যে, আমাদের এই সভা আমাদের নিজ নিজ দেশে এবং সার্বিকভাবে পৃথিবীতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বোর্ড সদস্যগণ বোর্ডের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও চূড়ান্ত কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়। কর্মপরিকল্পনা গ্রহণের সময় বিভিন্ন দেশে শূন্য অপচয় বিষয়ক সর্বোত্তম উদ্যোগসমূহকে এগিয়ে নিয়ে যেতে সেগুলোর উপর জোর দেয়া হয়।
প্রফেসর ইউনূস তরুণদের দ্বারা পরিচালিত থ্রি জিরো ক্লাব প্রতিষ্ঠা, ইউনূস ইনভাইরোনমেন্ট হাবের অধীনে বিভিন্ন জিরো ওয়েস্ট সোশ্যাল বিজনেসকে ত্বরান্বিত করা এবং শূন্য অপচয় নগরী গড়ে তোলার জন্য গাইডলাইন প্রণয়নের উপর বিশেষভাবে গুরুত্ব দেন।
সভায় উপস্থিত ইউনূস ইনভাইরোনমেন্ট হাবের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা জেগার প্রস্তাবিত এই উদ্যোগগুলির গুরুত্বের উপর বিশেষভাবে জোর দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাডভাইজরী বোর্ডের প্রাথমিক লক্ষ্যসমূহ হলো স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন শূন্য অপচয় উদ্যোগসমূহের পক্ষে ও কারিগরী সমীক্ষার প্রচারণা চালানো ও সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। এই ক্ষেত্রে সর্বোত্তম উদ্যোগ এবং অভিজ্ঞা তুলে ধরা। সেই সঙ্গে মানুষের মধ্যে এ বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও প্রাসঙ্গিক তথ্যসমূহ মানুষের কাছে পৌঁছে দিতে নিয়মিতভাবে বিভিন্ন প্রতিবেদন, সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইট আর্টিকেলসহ বিভিন্ন উপায়ে তুলে ধরা। প্রতি বছর ৩০ মার্চকে আন্তর্জাতিক শূন্য অপচয় দিবস হিসেবে বৈশ্বিকভাবে পালন করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা ইত্যাদি।
উল্লেখ্য যে, হ্যাশট্যাগ আরো পরিচ্ছন্ন ও আরো টেকসই পৃথিবী গড়ে তোলায় সম্মিলিত প্রতিশ্রুতি ও এই লক্ষ্যে বোর্ডের দৃঢ় প্রত্যয়ের প্রতিনিধিত্ব করে।
প্রফেসর ইউনূস জাতি সংঘের অ্যাডভাইজরী বোর্ড অব এমিনেন্ট পার্সন্স অন জিরো ওয়েস্ট এর সভায় অংশগ্রহণ এবং আরো বিভিন্ন সভা ও অনুষ্ঠানে যোগদান উপলক্ষ্যে বর্তমানে তুরস্ক ভ্রমণ করছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


