বাইডেন ৩৮ বছর আগের ছবি দেখিয়ে জিনপিংকে বললেন একে চিনেন
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারি মন্ত্রী ও মুখপাত্র হোয়া চ্যাং এক্স হ্যান্ডেলে বাইডেন ও জিনপিংয়ের ২টি ছবি পোস্ট করে লিখেন, প্রেসিডেন্ট বাইডেন তার মোবাইল ফোনে প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ৩৮ বছর আগের আগের একটি ছবি দেখাচ্ছেন। সেখানে প্রেসিডেন্ট বাইডেন্ট জিন পিংকে বলেন, এই তরুণকে চিনতে পরছেন তো। জবাবে জিনপিং প্রেসিডেন্ট বাইডেনকে বলেন, একে চিনতাম ৩৮ বছর আগে।
ছবিতে জিনপিং ৩৮ বছর আগে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ব্রিজকে পিছনে রেখে নিজের ছবি তুলেছেন। এই সময় জিন পিং যুক্তরাষ্ট্রে ছিলেন।
এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোপারেশন ফোরামের ২দিনের বৈঠকে যোগ দিতে জিনপিং বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।
হোয়া চ্যাং এক্স হ্যান্ডেলে এই বৈঠক সম্পর্কে লিখেন, চীন ও যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক শান্তিপূর্ণ বন্ধু একটুকুও বদলায়নি। আমাদের প্রেসিডেন্টের সফর দুই দেশের এই বন্ধুত্বকে আরো জোরদার করেছে। বিশ্বের জনগণও চায় চীন ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব।
হোয়া চেং জানান, চীন যুক্তরাষ্ট্রের তরুণদের মাদকাশক্তি থেকে বের করে আনতে যুক্তরাষ্ট্র ও চীন এ্যান্টি ড্রাগ কোপারেশন চুক্তি করবে। চীন আগামী ৫ বছরে যুক্তরাষ্ট্রের ৫০ হাজার তরুণকে উচ্চতর লেখাপড়ার জন্য স্কলারশীপ দিবে


