পুতিনকে হত্যার পরামর্শ জেলেনস্কির, ক্রেমলিন বলছে বাস্তবতা বিবর্জিত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করার ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে হুমকি দিয়েছেন তাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, প্রেসিডেন্ট পুতিনকে হত্যার ব্যাপারে এই হুমকি নতুন কিছু নয়, তবে বিষয়টি বাস্তবতা বিবর্জিত।

মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র আরো বলেন, ‘ইউক্রেন সরকারের বিভিন্ন পর্যায় থেকে বহুবার প্রেসিডেন্ট পুতিনকে হত্যার ব্যাপারে মৌখিক হুমকি দেয়া হয়েছে। তবে তারা কখনো এই কাজে সফল হতে পারবে না।’

 ব্রিটিশ ট্যাবলয়েড দ্যা সান’কে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তিনি অন্তত পাঁচ দফা হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন। এরপর তিনি বলেন, যদি তাকে সুযোগ দেয়া হতো তাহলে তিনি রুশ প্রেসিডেন্টকে হত্যা করতেন।

জেলেনস্কি বলেন, “এটা যুদ্ধ এবং আমাদের মাতৃভূমিকে রক্ষা করার সব ধরনের অধিকার আমাদের আছে।” গত সোমবার তার এই সাক্ষাৎকার প্রকাশ করে দ্যা সান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news