মার্কিন বিমানবাহী জাহাজ আইসেনহাওয়ারের পারস্য উপসাগর ত্যাগ

 ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি এই তথ্য জানিয়েছেন। 

অ্যাডমিরাল তাংসিরি শুক্রবার জানান, আইসেনহাওয়ার যখন পারস্য উপসাগর ছেড়ে চলে যায় তখন আইআরজিসি’র নৌ শাখার সেনারা বিষয়টি কাছ থেকে পর্যবেক্ষণ করে। গাজা-ইসরায়েল যুদ্ধ শুরুর প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের আরো এলাকায় যাতে উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করার অজুহাত তুলে পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজটিকে মোতায়েন করে। কিন্তু বাস্তবতা হচ্ছে, লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে হুথি সমর্থিত সামরিক বাহিনী; সে হামলা ঠেকাতে কিছুই করতে পারেনি আইসেনহাওয়ার।  

আইআরজিসি কমান্ডার তাংসিরি বলেন, আইসেনহাওয়ার এবং তার সাথে আরো কিছু সহযোগী যুদ্ধজাহাজের বহর ২০ দিন পারস্য উপসাগরে মোতায়েন ছিল। তবে তাদের সমস্ত তৎপরতা আইআরজিসি’র নৌ শাখার গোয়েন্দাদের নজরদারিতে ছিল।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news