রাশিয়ার ৩টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

 ইউক্রেনের দক্ষিণে খেরসন অঞ্চলে রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। দেশটির বিমানবাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশুক বলেন, শুক্রবার দুপুরের দিকে সুখই৩৪ যুদ্ধবিমানগুলো ভূপাতিত করা হয়। 

যেসব সেনাএই যুদ্ধবিমানগুলো ভূপাতিত করে তাদেরকে শুক্রবার রাতেই ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘এটি আমাদের বিমানবাহিনীর অর্জন।’  

ক্রেমলিনের পক্ষ থেকে ইউক্রেনের এ দাবি সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে ফাইটারবোম্বার নামে রাশিয়ার যুদ্ধ বিষয়ক একটি ব্লগসাইটে বলা হচ্ছে, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে এই যুদ্ধবিমানগুলো ভূপতিত করা হয়েছে বলে তারা ধারণা করছে।

যুদ্ধবিষয়ক আরেকটি ব্লগে বলা হচ্ছে, নিপ্রো নদীর পূর্ব তীরে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা এলাকা থেকে ইউক্রেনের বাহিনীর অবস্থান লক্ষ্য করে এসব যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হচ্ছিল।

এদিকে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করার জন্য ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুতের সঙ্গে তিনি কথা বলেছেন। এ ছাড়া ইউক্রেনের জন্য নতুন করে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা বাবদ ৫ হাজার কোটি ইউরো অনুমোদন নিয়েও তার সঙ্গে কথা হয়েছে। জেলেনস্কি বলেন, নেদারল্যান্ডস ইউক্রেনের প্রথমবারের মতো এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার নেদারল্যান্ডস ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি ১৮টি এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানায়। যুক্তরাষ্ট্রের অনুমোদন নিয়ে ডেনমার্ক ও নেদারল্যান্ডস গত আগস্টে ইউক্রেনকে পাইলটদের প্রশিক্ষণের পরে ৬১টি যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছিল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news