সমলিঙ্গের যুগলদের পোপের আশীর্বাদ চার্চের শিক্ষার পরিপন্থী: ইউক্রেন চার্চ
সমলিঙ্গের যুগলদের আশীর্বাদ করতে রোমান ক্যাথলিক যাজকদের অনুমতি দিয়েছেন পোপ ফ্রান্সিস। তবে এ ব্যাপারে পোপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইউক্রেনের চার্চ। ভ্যাটিকান থেকে পাঠানো এ-সংক্রান্ত নথি ফিরিয়ে দিয়েছে ইউক্রেনের ইস্টার্ন ক্যাথলিক চার্চ। শনিবার ইউক্রেনের ইস্টার্ন ক্যাথলিক চার্চের প্রধান আর্চবিশপ সভিয়াতোস্লাভ শেভচুক বলেছেন যে, তার চার্চের শিক্ষার সঙ্গে পোপের অনুমতি সামঞ্জস্যপূর্ণ নয়।
আর্চবিশপ সভিয়াতোস্লাভ শেভচুক এক বিবৃতিতে বলেন, ভ্যাটিকানের সেই নথিতে লাতিন চার্চে আশীর্বাদের ব্যাখ্যা দেওয়া আছে। কিন্তু ইস্টার্ন বা গ্রিক ক্যাথলিক চার্চের পরিচালনার বিষয়গুলো উল্লেখ করা হয়নি। সুতরাং, এই ঘোষণা শুধু লাতিন চার্চের জন্য প্রযোজ্য। ইউক্রেনীয় গ্রিক ক্যাথলিক চার্চের প্রতি বিশ্বাসীদের জন্য এই ঘোষণা মেনে নেওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা নেই।
তিনি আরও বলেন, আশীর্বাদকে কখনোই চার্চের শিক্ষা থেকে আলাদা করা যায় না। ক্যাথলিক চার্চ নারী ও পুরুষের ভালোবাসায় বিশ্বস্ত, অলঙ্ঘনীয় ও উর্বর ক্ষেত্র হিসেবে পরিবার সম্পর্কে যে শিক্ষা দেয়, তার সঙ্গে আশীর্বাদ সাংঘর্ষিক হতে পারে না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি