রুশ সেনাবাহিনীতে ২০০ নেপালি, খোঁজ মিলছে না ১০০ জনের

ডেকান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, চাকরি, পড়াশোনা ও পর্যটন ভিসা নিয়ে রাশিয়ায় গিয়ে প্রায় ২০০ জন নেপালি নাগরিক রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন বলে আশঙ্কা করছে দেশটি। এ তথ্যটি নেপালের পররাষ্ট্রমন্ত্রী এনপি সৌদ ন্যাশনাল নিউজ অ্যাজেন্সিকে জানিয়েছেন।
 
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, রুশ বাহিনীতে থাকা সাতজন নেপালি যুদ্ধের ময়দানে নিহত হয়েছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেসব আবেদন জমা পড়েছে তাতে দেখা যায় প্রায় ১০০ জন নেপালি হয় নিখোঁজ বা আহত হয়েছে।
 
পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইতোমধ্যেই নেপালে রুশ রাষ্ট্রদূতকে ডেকে এনে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। রাশিয়ান সেনাবাহিনীতে যোগদানকারী নেপালিদের সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এছাড়া রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে অন্তত চারজন নেপালি ইউক্রেনের হাতে যুদ্ধবন্দি হয়েছেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রী এনপি সৌদ বলেছেন, যুদ্ধবন্দি এসব নেপালির মুক্তি দেওয়ার জন্য ইউক্রেন সরকারের সাথেও যোগাযোগ করেছেন তিনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news