জামিন না পাওয়ায় বিচারককে আক্রমণ

বুধবার মার্কিন অঙ্গরাজ্য নেভাডার লাসভেগাসের এক আদালতে দিউব্রা রেডেন নামের এক আসামির বিচার চলছিল। এ সময় আদালতের বিচারক মেরি কে হোলথাস রেডেনকে জামিন দিতে অস্বীকৃতি জানান।

এরপরই রেডেন লাফ মেরে এজলাসে ঢুকে বিচারককে একাধারে ঘুষি ও মাটিতে ফেলে মারতে থাকেন।

এই ঘটনায় বিচারক আহত হন। তবে তাকে হাসপাতালে নিতে হয়নি। বিচারককে হামলার অপরাধে পুলিশ দিউব্রা রেডেনকে আটক করে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news