জাপানে ভূমিকম্পের ৭২ ঘণ্টা পর ৮০ বছরের বৃদ্ধাকে জীবিত উদ্ধার

দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকেতে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ওয়াজিমা শহরের বাড়ির ধ্বংসস্তূপ থেকে ৮০ বছরের ওই নারীকে বের করে আনা হচ্ছে। 

১ জানুয়ারি সোমবার বিকেল ৪টা ১০ মিনিটে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল প্রত্যন্ত নোতো উপদ্বীপ। ভূমিকম্পের পর ওই বৃদ্ধা তার বাড়ির নিচতলায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন।

ভূমিকম্পের ৭২ ঘণ্টা বা ৩ দিন পেরিয়ে গেছে। সাধারণত ধ্বংসস্তূপে চাপা পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারের জন্য ৭২ ঘণ্টা পর্যন্ত সময়কে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এরপর জীবিত উদ্ধারের আশা ক্রমশ ফুরিয়ে আসে। তারপরও দেশটির উদ্ধারকারীরা জীবিত উদ্ধারের আশায় কাজ করে গেছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news