উত্তর কোরিয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি করছে আমেরিকা: চীন-রাশিয়ার অভিযোগ

উত্তর কোরিয়া ইস্যুতে অহেতুক আমেরিকা উত্তেজনা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে চীন এবং রাশিয়া। গতকাল (বুধবার) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দুই দেশ আমেরিকার বিরুদ্ধে এই অভিযোগ তোলে।

গতমাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে চীন এবং রাশিয়া ভেটো দিয়েছিল। এই বিষয়টিতে বেইজিং এবং মস্কোর অবস্থান ব্যাখ্যা দেয়ার জন্য গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আয়োজন করা হয়।

অধিবেশনে দেয়া বক্তৃতায় জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুন বলেন, কোরীয় উপদ্বীপে বর্তমানে যে উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়েছে তার প্রথম কারণ হচ্ছে আমেরিকা চটুল ও সস্তা নীতির অনুসরণ। এরপর তিনি উত্তর কোরিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানান।


জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুন  (বামে) ও রাশিয়ার উপ-রাষ্ট্রদূত আনা এভিস্তিগনিভা
চীনা রাষ্ট্রদূত বলেন, উত্তর কোরিয়াকে ঘিরে আমেরিকা নিষেধাজ্ঞা শিথিল এবং দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া বাতিলের মতো অনেক কিছু করতে পারে। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কথা নয় বরং কাজের মাধ্যমে সেগুলোর প্রমাণ দিতে হবে এবং কোন রকমের পূর্বশর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতি নিতে হবে।

অধিবেশনে রাশিয়ার উপ-রাষ্ট্রদূত আনা এভিস্তিগনিভা উত্তর কোরিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। তিনি বলেন, উত্তর কোরিয়ার জন্য আরো অনেক বেশি মানবিক সহায়তা প্রয়োজন। পাশাপাশি চলমান উত্তেজনা সৃষ্টির জন্য পশ্চিমারা পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে যে অভিযোগ তুলে থাকে তা বন্ধ করা উচিত।

সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন নিষেধাজ্ঞাসহ উত্তর কোরিয়ার বিরুদ্ধে বিভিন্ন তৎপরতার বিরুদ্ধে জবাব হিসেবে পিয়ংইয়ং বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ নিয়ে গত মাসের শেষ দিকে আমেরিকা ও তার মিত্ররা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করে। কিন্তু রাশিয়া এবং চীন ওই প্রস্তাবে ভেটো দেয়।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news