রাফাহতে যুদ্ধে অংশ নিতে নারাজ ৩০ ইসরায়েলি সেনা

গাজাভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে দমনের নামে  ৬ মাসের বেশি সময় ধরে গাজায় ভয়াবহ আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত ৭ অক্টোবর হামলার শুরু হয় এই ইসরায়েলি আগ্রাসন।

ইসরায়েল সে সময় বলেছিল, গাজা থেকে তারা হামাসকে পুরোপুরি নির্মূল করা এবং গাজার নিয়ন্ত্রণ দখল করতে তারা এ যুদ্ধ শুরু করেছে। তবে ৬ মাস পেরিয়ে গেলেও এখনো তারা তাদের কোন লক্ষ্য অর্জন করতে পারেনি।

গাজা উপত্যকার সর্ব দক্ষিণের রাফাহতে এবার স্থল হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। তবে দীর্ঘ সময় ধরে যুদ্ধে অংশ নেওয়া ইসরায়েলি সেনারা আগ্রহ হারিয়ে ফেলেছে।

 ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, ৩০ জন সেনা রাফাহতে হামলা চালাতে অস্বীকার করেছেন। প্যারাট্রুপার রিজার্ভ ইউনিটের এসব সেনা বলেছেন, রাফাহতে অভিযান চালানোর সময় তাদের ডাকা হলে তাতে সাড়া দেবেন না। খবরে বলা হয়েছে, কমান্ডাররা জানিয়েছেন, তারা এসব রিজার্ভ সেনাদের ওপর অভিযানে অংশ নিতে জোর করবেন না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news