ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ক্যাম্প ভেঙ্গে দিয়েছে পুলিশ
প্রায় এক সপ্তাহ ধরে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে সেখানে তাঁবু-ক্যাম্প স্থাপন করে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীরা তাদের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছিলো। বুধবার রাতে লস এ্যাঞ্জেলেসের শত শত পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে ওইসব তাঁবু-ক্যাম্প ভেঙ্গে দেয়।
বৃহস্পতিবার সকালের মধ্যে অধিকাংশ বিক্ষোভকারী ক্যাম্পাস ত্যাগ করে চলে যায়। প্রত্যক্ষদর্শী বিবিসি প্রতিবেদকরা জানান, কয়েক ডজন বিক্ষোভকারীকে হাতকড়া পরিয়ে পুলিশ বাসে উঠিয়ে নিতে দেখা গেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে কয়েকদিন ধরে শিবির স্থাপন করে বিক্ষোভ জানানোকে অবৈধ বলে ঘোষণা করেছে।
এর আগে মঙ্গলবার রাতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের শিবিরে মুখোশধারী ইসরায়েলপন্থীদের হামলার সময় পুলিশের বিলম্বিত হস্তক্ষেপের সমালোচনা করেন অঙ্গরাজ্যের গভর্নর কার্যালয়।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের মুখপাত্র বলেছেন, সহিংসতার এ ঘটনায় পুলিশের সীমিত ও বিলম্বিত হস্তক্ষেপ অগ্রহণযোগ্য।
রাজ্যের কর্মকর্তারা ও বিশ্ববিদ্যালয়ের নেতারা বলেছেন, মঙ্গলবার মধ্যরাতের ঠিক আগে ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখনই তারা ক্যাম্পাসের ডিকসন প্লাজায় নিরাপত্তাকর্মী মোতায়েন করেছিলেন। এখানেই ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা তাঁবু খাটিয়ে বেশ কয়েকদিন ধরে প্রতিবাদ করছিলেন। তবে ঘটনাস্থলে থাকা বেশ কয়েকজন বলেছেন, হামলার সময় আইন প্রয়োগকারীরা যথেষ্ট দ্রুত কাজ করেননি।
গভর্নর গ্যাভিন নিউজম তার এক্সে দেওয়া এক পোস্টে ইউসিএলএ ক্যাম্পাসে সহিংসতার নিন্দা জানিয়েছেন। গভর্নর নিউজম বলেন, আইন স্পষ্ট। বাকস্বাধীনতার অধিকার সহিংসতা, ভাঙচুর বা অরাজকতাকে প্ররোচিত করে না। গভর্নর বলেন, দায়ী ব্যক্তিদের অবশ্যই ফৌজদারি বিচার, সাময়িক বরখাস্ত বা বহিষ্কারের মাধ্যমে জবাবদিহির আওতায় আনতে হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


