ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় ইসরায়েলের উপস্থিতিতে সুইডেনে বিক্ষোভ
সুইডেনের মালমো শহরে হাজার হাজার ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী এ প্রতিবাদ সমাবেশ করেছে। শহরটিতে ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় ইসরায়েলের প্রতিযোগী এডেন গোলানের অংশগ্রহণের বিরুদ্ধে এই বিক্ষোভ করেছে তারা।
বুধবার এডেন গোলান তার একটি গানের রিহার্সেল করার সময় অনেকেই তাকে বিদ্রুপ করেছেন। তবে ইসরায়েলের সমর্থনে একটি বিক্ষোভও হয়েছে।
ফিলিস্তিপন্থি বিক্ষোভে যারা অংশ নিয়েছে তার মধ্যে আছেন জলবায়ূ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। তিনি বিবিসি-কে বলেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে কথা বলা এবং কিছু করার একটি ‘নৈতিক দায়বদ্ধতা’ আছে।
আরেকজন বিক্ষোভকারী ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় ইসরায়েলকে অযোগ্য ঘোষণার দাবি করেন।
তবে ইসরায়েলি প্রতিযোগী গোলান বলেছেন, এই সঙ্গীত প্রতিযোগিতায় তার দেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত।
অনুষ্ঠানস্থলের চারপাশে কংক্রিটের ব্লক বসানো হয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রতিবাদকারীদের মিছিল শান্তিপূর্ণ ছিল। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকার রংয়ের স্মোক ফ্লেম জ্বালান। তারা ইসরায়েলবিরোধী স্লোগান দেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


