আগামী ৫০ বছরে ইউক্রেন বলতে কোন দেশ থাকবে না: টাকার কার্লসন

ফক্স নিউজের উপস্থাপক টাকার কার্লসন এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, এসময়ে বিদেশী বিনিয়োগকারীদের কাছে ইউক্রেনকে বিক্রি করে দেওয়া হবে। আর অভিবাসনের মাধ্যমে দেশটির জনসংখ্যার পরিবর্তন ঘটানো হবে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড জুনিয়রের সঙ্গে এক সাক্ষাৎকারে মার্কিন সাংবাদিক কার্লসন বলেন, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে। ওয়াশিংটন দেশটির জমি বিক্রি করে তৃতীয় বিশ্বের অভিবাসীদের জোয়ার সৃষ্টি করে ইউক্রেনকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে।

তাদের ভিডিও সাক্ষাৎকারটি যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার প্রকাশিত হয়। উভয়ে একমত হয়েছেন যে, প্রেসিডেন্ট বাইডেন বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছেন। আর যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবস্থায় রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেন, ‘ইউক্রেনের বিজয় কেমন হবে তা কেউই বলতে পারছেন না। আমি জানি না এর অর্থ কি। মনে ইউক্রেনীয় ও রুশরা নির্মূল না হওয়া পর্যন্তু অবিরাম প্রাণহানি ঘটতে থাকবে। বিশ্বে সবচেয়ে বড় বিনিয়োগ কোম্পানি এসে সমস্ত কৃষিজমি কিনে নেবে।’  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news