বাইডেনের যুদ্ধবিরতি পরিকল্পনা হামাস-ইসরায়েল কি মানবে: বিশ্লেষণ
বাইডেনের যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে ইসরায়েলে চলছে উত্তপ্ত আলোচনা। আর হামাস বলেছে, বিষয়টি তারা ভালভাবে খতিয়ে দেখছে।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিন পর্বের হামাস-ইসরায়েল যুদ্ধবিরতির পরিকল্পনা ঘোষণা করেন। হামাস ও ইসরায়েলকে এ যুদ্ধবিরতি মেনে নিতে কিভাবে সম্মত করা হবে, সেটাই এখন তার সামনে বড় চ্যালেঞ্জ।
হোয়াইট যুক্তি দেখাচ্ছে যে, হামাস যদি এই চুক্তি মেনে নেয় তাহলে ইসরায়েলও তা মানবে। বাইডেন এ যুদ্ধবিরতির পরিকল্পনা ঘোষণা করার পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মিত্ররা হুমকি দেন যে, তিনি যদি এ চুক্তিকে ইতিবাচক মনোভাব দেখান তাহলে তারা সরকার থেকে বের হয়ে যাবেন।
নেতানিয়াহু ৭ অক্টোবর থেকে বার বার বলে আসছেন যে, হামাসকে ধ্বংস ও জিম্মিদের মুক্ত করা ছাড়া যুদ্ধ বন্ধ করবেন না। তাই বাইডেনের প্রস্তাবের সাফল্যের সম্ভাবনা কতখানি?
এ সম্পর্কিত আল-জাজিরার ইনসাইড স্টোরিতে অংশ নেন ইসরায়েলের সাবেক পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অ্যালোন লিয়েল, সেন্টার ফর কনফ্লিক্ট এন্ড হিউম্যানিটেরিয়ান স্ট্যাডিজএর ফেলো মঈন রব্বানি এবং হাফপোস্টের সিনিয়র কূটনৈতিক সংবাদদাতা আকবার শহীদ আহমদ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


