যুদ্ধবিরতির পরিকল্পনায় হামাসকে গিলাতে আরব-মুসলিম দেশগুলোর ওপর মার্কিন চাপ
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন নতুন যুদ্ধবিরতির প্রস্তাব হামাস ও ইসরায়েল যাতে মেনে নেয় সেজন্যে ব্যাপক তদবির চালাচ্ছে। আট মাস ধরে গাজায় চলা ভয়াবহ যুদ্ধ বন্ধে গত সপ্তাহে বাইডেন এ যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করেন।
হামাস যাতে এই প্রস্তাবে সব কিছু মেনে নেয় সেজন্যে তারা আরব দেশগুলোকেও চাপ দিচ্ছে। মঙ্গলবার টাইমস ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, নেতানিয়াহু তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে হামাসের বিরুদ্ধে যুদ্ধ হয়ত আরও দীর্ঘতর করতে চাচ্ছেন।
বাইডেন এক সপ্তাহ আগে সাক্ষাৎকারটি প্রদান করেছিলেন। হোয়াইট হাউসে অভিবাসন ভাষণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বাইডেন তার সেই সমালোচনার পুণরুল্লেখ করেন।
নেতানিয়াহু কি যুদ্ধ নিয়ে রাজনীতি করছেন সম্পর্কিত প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আমি তেমনটি মনে করি না। তিনি তার মারাত্মক সংকট নিরসনের চেষ্টা করছেন।’
নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে নেতানিয়াহু সম্মত হলে তার সরকারকে ভেঙ্গে দেওয়ার হুমকি দিয়েছেন তার চরম দক্ষিণপন্থী জোটের শরিকরা। বাইডেন গত শুক্রবার ঘোষিত তার যুদ্ধবিরতির পরিকল্পনাকে ইসরায়েলি পরিকল্পনা বলে উল্লেখ করেন।
সেই থেকে বাইডেন ও তার শীর্ষ কর্মকতারা পরিকল্পনাটি মেনে নিতে কেবল হামাস-ইসরায়েলকে নয় উপরন্তু হামাস যাতে মেনে নেয় সেজন্যে আরব ও মুসলিম দেশগুলোর প্রতিও চাপ সৃষ্টি করছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


