গাজায় ‘ভয়াবহ অনাহারে’র শিকার ৮০০০ শিশু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আধানোম ঘেবরেইসাস এই হুঁশিয়ারি জানান। তিনি বলেন, এই কঠিন বিপর্যয়ের মুখোমুখি শিশুদের বয়স ৫ বছরের কম। ইসরায়েলি আগ্রাসনে গত আট মাসে গাজায় ১৫ হাজার ৬৯৪ জন শিশু নিহত হয়েছে। 

এ ছাড়া গাজায় এতিম হয়েছে আরও ১৭ হাজার শিশু। তাদের বাবা-মা উভয়েই ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার ৩৫১তম দিন বৃহস্পতিবার (১৩ জুন)। 

বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, যুদ্ধবিধ্বস্ত গাজার এসব ছোট ছোট শিশু চরম অপুষ্টিতে ভুগছে। তারা হাড্ডিসার হয়ে পড়েছে। শিশুদের প্রতি চরম বৈরিতা ও হত্যাকান্ড চালানোর জন্য ইউনিসেফ ইসরায়েলি সেনাবাহিনীকে কালোতালিকাভুক্ত করেছে।

উত্তর গাজার সরকারী কর্মকর্তারা আল-জাজিরাকে বলেছেন, সেখানে খাদ্য সংকট ভয়াবহ রূপ নিয়েছে। খাদ্যদ্রব্য ফুরিয়ে গেছে। দখলদার ইসরায়েল গাজায় কোন ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না। 

অবরুদ্ধ উপত্যকাটিতে চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন ৩৭ হাজার ২০২ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৮৪৯৩২ জন।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news