ইয়েমেনে জাতিসংঘ ও এনজিও কর্মীদের আটকের নিন্দা করল যুক্তরাষ্ট্র

জাতিসংঘ কর্মী, কূটনীতিক ও এনজিও কর্মীদের আটক করেছে। আমেরিকান-ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্কের অংশ হিসেবে এসব কর্মীকে আটক করা হয়েছে বলে হুথি-আনসারুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে। 

মার্কিন পররাষ্ট্রদপ্তর এক বিবৃতিতে বলেছে, তারা এই আটকের তীব্র নিন্দা করছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘হুথিরা নিজেদের ব্যর্থতার দায় যুক্তরাষ্ট্র ও বাইরের দেশের কর্মীদের ওপর চাপাতে অপপ্রচার চালাচ্ছে।

ইরান সমর্থিত হুথি-আনসারুল্লাহ সোমবার জানায়, তারা মানবিক সংস্থার ছদ্মবেশে তৎপর একটি গোয়েন্দা নেটওয়ার্ক আটক করেছে। তারা সিআইএ’র কাছে বহু বছর ধরে তথ্য পাচার করে আসছিল।

এ অভিযোগে কতজনকে আটক করা হয়েছে তা সরকারিভাবে এখনও জানানো হয়নি। তবে এ সংখ্যা ১১ জাতিসংঘ কর্মকর্তাসহ ১৮ হতে পারে।

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে হুথি যোদ্ধারা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ এবং দেশটির দোসর মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোতে হামলা চালাচ্ছে। ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্তু তা অব্যাহত রাখার সংকল্প ঘোষণা করেছে হুথিরা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news