গাজার দক্ষিণে আটকাপড়া ১০ লাখ ফিলিস্তিনি ক্লান্ত-শ্রান্ত

বিশ্ব খাদ্য কর্মসূচীর (ডব্লিউএফপি) নির্বাহী উপপরিচালক কার্ল স্কাউ বলেছেন, ‘গাজার দক্ষিণাঞ্চলে আটকা পড়া মানুষের এসব ফিলিস্তিনির জন্য নেইকোন বিশুদ্ধ পানি, নেই পয়ঃনিস্কাশনের কোন ব্যবস্থা। সেখানে যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক।’

গাজার মেডিকেল সূত্র শুক্রবার (১৫ জুন) আল-জাজিরাকে জানিয়েছে, গাজা সিটির তুফফাহ এলাকায় ইসরায়েলি হামলায় একটি সদ্যজাত শিশুসহ অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেখানে আহত হয়েছেন আরও ৩০ জন। 

হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় তাদের জিম্মায় থাকা দুই ইসরায়েলি জিম্মি নিহত হয়েছে।

জি-৭ নেতারা বলেছেন, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা আনরোয়াকে অবশ্যই অবাধে তার কাজ করার অনুমতি দিতে হবে। ইতালিতে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলন থেকে তারা এই দাবি জানান।

গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা ও আগ্রাসনে অন্তত ৩৭ হাজার ২২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৫ হাজার ১০২ জন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news