হুথি রাডার ব্যবস্থায় হামলা ও ড্রোন ধ্বংস করার দাবি যুক্তরাষ্ট্রের

মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) বলেছে, তাদের বাহিনী গত ২৪ ঘন্টায় সাতটি হুথি রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। এছাড়া এ সময়ে লোহিত সাগরে পৃথক পৃথক হামলায় কয়েকটি সার্ফেস ও এরিয়াল ড্রোন ধ্বংস করেছে। 

মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রমের দায়িত্বে রয়েছে সেন্টকম। তারা জানায়, লোহিত সাগরে তাদের বাহিনী হুথিদের দুইটি মনুষ্যবিহীন সার্ফেস ড্রোন এবং একটি এরিয়াল ড্রোন গুলি করে ধ্বংস করেছে।

সেন্টকম সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জানায়, লোহিত সাগরে জাহাজে হামলা চালাতে হুথিরা ইয়েমেনের যেসব রাডার ব্যবহার করে তারা তাতে হামলা চালিয়েছে।

হুথি যোদ্ধারা বলেছেন, ইসরায়েল সংশ্লিষ্ট এবং ইসরায়েলি বন্দর ব্যবহারকারী জাহাজগুলোতে তারা হামলা চালাচ্ছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিশোধ হিসেবে তারা এসব পদক্ষেপ নিয়েছে। গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এ আক্রমণ অব্যাহত থাকবে বলে সংকল্প ব্যক্ত করেছেন হুথি যোদ্ধারা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news