ইউরোপের সবচেয়ে বড় সেতু ধ্বংসের হুমকি দিল ইউক্রেন

কের্চ প্রণালী হয়ে ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগ সৃষ্টিকারী সেতু ধ্বংসের হুমকি দিয়েছে ইউক্রেন। এই সেতুটি হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় সেতু।

ইউক্রেনের সামরিক বাহিনীর কমান্ডার মেজর জেনারেল দিমিত্রি মারচেংকো গতকাল (বুধবার) ইউক্রেনের রাষ্ট্র পরিচালিত একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ওই সেতু ধ্বংসের হুমকি দেন। তিনি বলেন, পশ্চিমা বিশ্ব থেকে প্রয়োজনীয় অস্ত্র পাওয়ার সাথে সাথেই এই সেতু ধ্বংস করবে ইউক্রেনের সামরিক বাহিনী।

তিনি বলেন, “কের্চ ব্রিজ অবশ্যই আমাদের এক নম্বর টার্গেট। এই সেতুটি যেহেতু রিজার্ভ সেনা পাঠানোর প্রধান রুট সে ক্ষেত্রে এই রুটকে বন্ধ করে দিতে হবে। সেতুটি ধ্বংস করা মাত্রই রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যে ভীতি ছড়িয়ে পড়বে।”

 সাক্ষাৎকারে জেনারেল মারচেংকো আরো বলেন, চলতি গ্রীষ্মের শেষে ইউক্রেন বিজয়ী হবে, ইউক্রেনের জন্য প্রচুর পরিমাণে অস্ত্র এবং গোলাবারুদ আসছে আমেরিকা ও ন্যাটো মিত্রদের কাছ থেকে।

এদিকে, গতকালই দিনের প্রথম ভাগে মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনকে সহায়তা করার জন্য আরো একশ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেয়ার ঘোষণা দিয়েছে।।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news