ইসরায়েলি ট্যাংকবহরে ঘেরাও ‘নিরাপদ অঞ্চল’ আল-মাওয়াসি 

রাফাহ’র কাছে অবস্থিত নিরাপদ অঞ্চল আল-মাওয়াসিতে ইসরায়েলি হামলায় ২৫ জন নিহত হওয়ার কয়েকদিন পর ট্যাংক বহর এলাকাটি ঘেরাও করে ফেলেছে। সূত্র: আল-জাজিরা

গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালে পুষ্টিহীনতা বা অনাহারে আরও দুই শিশু মারা গেছে। এ নিয়ে অনাহারে জ্ঞাত মৃতের সংখ্যা দাঁড়াল ৩১। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা একথা জানান।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য দেশটিতে যাওয়ার পথে বিমান উঠার আগে বলেছেন, তার দেশ গাজা, লেবানন বা অন্যত্র হামলা চালানোর জন্য প্রস্তত রয়েছে।
তদন্তে দেখা গেছে যে, ইসরায়েলের ট্যাংক থেকে ৬ বছরের ফিলিস্তিনি মেয়ে শিশু হিন্দ রজবকে গুলি করেছিল ইসরায়েলি সেনারা। সে সময় শিশুটি তাদের পারিবারিক গাড়িতে বসেছিল। ইসরায়েলি ট্যাংক থেকে সে সময় তাদের গাড়িটি মাত্র ৪২-৭৫ ফুট দূরে ছিল।

গাজায় চলমান ইসরায়েলি হামলায় ৩৭ হজিার ৫৯৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৮৬ হাজার ৩২ জন আহত হয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news