ভারতের লোকসভায় নরেন্দ্র মোদির শপথ, চত্বরে সংবিধান হাতে বিক্ষোভ বিরোধী ইন্ডিয়া’র

হাতে সংবিধান নিয়ে বিক্ষোভ সোনিয়া গান্ধীসহ বিরোধী এমপিদের। ছবি: সংগৃহীত।
নরেন্দ্র মোদি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা যখন এমপি হিসাবে শপথ নিচ্ছেন, তখনই লোকসভার বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিরোধী জোট ইন্ডিয়া’র এমপিরা। 

আনন্দবাজার জানায়, সোমবার অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দিনই সংবিধান বাঁচানোর দাবি তুলে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ করেন বিরোধী এমপিদের একাংশ। হাতে সংবিধান নিয়ে বিক্ষোভ করেন কংগ্রেসের সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খড়্গ, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব, এনসিপি (এসসিপি)-র সুপ্রিয়া সুলেরা।

তবে বিরোধী এমপিদের একাংশ লোকসভার ভিতরেই ছিলেন।
ক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যখন এমপিহিসাবে শপথ নিচ্ছেন, তখন বিরোধী বেঞ্চ থেকে ‘নিট-নিট’ বলে স্লোগান ওঠে। 
প্রসঙ্গত, নেট এবং নিট-এ অনিয়ম এবং প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে চলতি অধিবেশনে সরব হওয়ার কথা আগেই জানিয়েছে বিরোধী শিবির। প্রোটেম স্পিকার নির্বাচন নিয়ে মতান্তরের জেরে লোকসভায় শপথগ্রহণের অনুষ্ঠান বয়কট করার কথা জানান ডিএমকে-র দলনেতা টিআর বালু, কংগ্রেসের কে সুরেশ এবং তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। কেন সবচেয়ে বেশি বার জিতে আসা এমপি কংগ্রেসের কে সুরেশকে ওই দায়িত্ব না দিয়ে কটকের বিজেপি এমপি ভর্তৃহরি মহতাবকে দেওয়া হল, সেই প্রশ্ন তুলছে বিরোধী শিবির।

গত দু’টি লোকসভা নির্বাচনে একার শক্তিতে ম্যাজিক সংখ্যা ছুঁতে সক্ষম হয়েছিল বিজেপি। কিন্তু এবারে পরিস্থিতি ভিন্ন। বিজেপি সরকার এবারে শরিক নির্ভর। 

প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় গোড়া থেকেই প্রতি আক্রমণের পথে এগোনোর কৌশল নিয়েছে বিরোধী দলগুলি। আগামী দু’দিন এমপিদের শপথগ্রহণ অনুষ্ঠান। তারপর স্পিকার নির্বাচন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news