ভারতের লোকসভা স্পিকার পদে এনডিএ জোটের ওম বিড়লা নির্বাচিত

ধ্বনিভোটে লোকসভার স্পিকার হিসাবে নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী ওম বিড়লা। এই নিয়ে দ্বিতীয় বার লোকসভার স্পিকার হলেন তিনি। তার বিরুদ্ধে স্পিকার পদে নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। 

আনন্দবাজার জানায়, বুধবার ছিল সেই ভোট। ১১টা নাগাদ সেই ভোট শুরু হয়। ভোটে সংখ্যাগরিষ্ঠতায় জিতে যান রাজস্থানের সাংসদ ওম বিড়লা। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে জয়ের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে ওমের হাসিমুখে সংসদ পরিচালনার প্রশংসাও করেন তিনি।

এনডিটিভি জানায়,  স্পিকার নির্বাচিত হওয়ার পর বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এগিয়ে গিয়ে ওম বিড়লাকে অভিনন্দন জানান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে করমর্দন করেন। 

পরবর্তীতে লোকসভা এমপিদের করতালির মধ্যে প্রধানমন্ত্রী মোদি ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ওম বিড়লাকে স্পিকার আসনের দিকে নিয়ে যান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news