ট্রাম্পের প্রশ্নের জবাব দিতে ১২ মিনিট খেই হারিয়ে ফেলেন বাইডেন

 যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন ১২ মিনিট পর্যন্ত তার চিন্তার খেই হারিয়ে ফেলেন। নির্বাচনী বিতর্কে এধরনের পরিস্থিতির মধ্যে পড়েন বাইডেন। তিনি বারবার কাশি দিয়ে গলা পরিষ্কার করছিলেন। 

৮১ বছরের বাইডেন বিতর্কে বারবার আমতা আমতা করেন। তার কণ্ঠস্বর ছিল কর্কশ। বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে কথা বলার সময় এবং ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি আক্রমণে যাওয়ার জন্য বাইডেনকে তার বক্তব্য খুঁজে পেতে রীতিমত লড়াই করতে হয়েছে। ট্রাম্পের অনেক প্রশ্নের উত্তর দিতে যেয়ে অস্থির হয়ে পড়েন বাইডেন।

ঋণ সম্পর্কে ট্রাম্পের একটি প্রশ্নের জবাবে বাইডেন বলেন, এটা নিশ্চিত করা যে আমরা প্রত্যেক একক ব্যক্তিকে...আমি যা করতে পেরেছি তার জন্য যোগ্য করে তুলতে পেরেছি...কোভিড...মাফ করবেন...আমাদের যা কিছু করার ছিল তার সাথে মোকাবিলা করা ...দেখুন...যদি...আমরা অবশেষে মেডিকেয়ারকে পরাজিত করি।

বাইডেন সীমান্ত সম্পর্কে একটি প্রশ্নের উত্তর ধামাচাপা দিতে চাইলে ট্রাম্প প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আমি সত্যিই জানি না বাইডেন এইমাত্র কী বলেছেন।’

এই দুই প্রার্থী তাদের মধ্যে গল্ফ খেলা নিয়েও উদ্ভট তর্ক করেন।
বাইডেনের এধরনের উত্তরে ট্রাম্প বলেন, বাইডেন আসলে কোভিডের সময় চিকিৎসা ব্যবস্থাকে হত্যা করেছিলেন। 

বিতর্কে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ঘুমানোর কথা অস্বীকার করে ট্রাম্প বলেন, ‘আমি কোনো পর্ন তারকার সঙ্গে সেক্স করিনি।’

তবে বাইডেন ও ট্রাম্পের বিতর্কের পর ডেমোক্রেটরা সতর্কতার সাথে প্রতিক্রিয়া জানিয়েছে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news