কয়েক সপ্তাহের মধ্যে হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধ: মার্কিন গোয়েন্দা রিপোর্ট 

যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছেন,পরস্পরের পক্ষ থেকে বড় ধরণের হামলা পাল্টা হামলার মধ্যেই কোন হুঁশিয়ারি ছাড়া দুইপক্ষের মধ্যে হঠাৎ এ যুদ্ধ শুরু হতে পারে। মার্কিন নিউজ ওয়েবসাইট পলিটিকো এ খবর জানিয়েছে। 

গাজায় যুদ্ধবিরতির বর্তমান চেষ্টা ব্যর্থ হলে চলমান উত্তেজনা বৃদ্ধির মধ্যে লেবানন-ইসরায়েল যুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে বলে মার্কিন গোয়েন্দা সংস্থার এ হুঁশিয়ারির কথা জানা গেল। 

ওয়েবসাইটটি জানায়, সংঘাতের বিস্তার ঠেকাতে মার্কিন কর্মকর্তারা চেষ্টা করছেন। এ জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাজার যুদ্ধবিরতি। চলমান আলোচনা সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতি আসন্ন এমন কোন লক্ষণ দেখা যাচ্ছে না।

হিজবুল্লাহ ও ইসরায়েল উভয়েই অতিরিক্ত অস্ত্রসহ যুদ্ধের জন্য প্রস্ততি গ্রহণ করছে। প্রকাশ্যে দুই পক্ষ যুদ্ধ এড়ানোর কথা বললেও ক্রমবর্ধমান উত্তেজনা যুদ্ধে রূপ নিতে পারবে। দুইজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ঠিক কখন যুদ্ধ শুরু হবে তা বলা যাচ্ছে না, তবে ইসরায়েল দ্রুতগতি সেনা ও সামরিক সরঞ্জামের সমাবেশ ঘটাচ্ছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news