পাকিস্তানের নির্বাচনে অনিয়মের বিষয়ে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের আহ্বান মার্কিন কংগ্রেসের 

৮ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউজ অব রিপ্রেজেন্টেটিভস’ বুধবার একটি প্রস্তাব পাস করেছে। 

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ  ন্যাশনাল এসেমব্লিতে মার্কিন কংগ্রেসের এ প্রস্তাব পাসের তীব্র নিন্দা জানানো হয়েছে। 

ইসলামাবাদ বলেছে, ওয়াশিংটন এর মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে ‘হস্তক্ষেপ’ করার চেষ্টা করছে। 

বুধবার মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে পাস হওয়া প্রস্তাবটিতে পাকিস্তানের নির্বাচনে ব্যাপক কারচুপির বিষয়ে ‘পূর্ণাঙ্গ ও স্বাধীন’ তদন্তের আহ্বান জানানো হয়েছে। 

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ মার্কিন প্রতিনিধি পরিষদের অবস্থানের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার আমেরিকার নেই।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news